জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে যাঁরা স্ব স্ব সংসদীয় এলাকায় নির্বাচিত হয়েছেন সেই সব সংসদীয় এলাকা ও সংসদ সদস্যগণের নাম নিম্নে তুলে ধরা হলো-
১৯৭০ সালের ৭ ডিসেম্বর জাতীয় পরিষদ নির্বাচনে রংপুর-২ আসন (কুড়িগ্রাম- লালমনিরহাট): রিয়াজ উদ্দিন আহমেদ। রংপুর-৭ আসন (কালীগঞ্জ-হাতীবান্ধা-পাটগ্রাম): আজিজুর রহমান।
১৯৭০ সালের ১৭ ডিসেম্বর প্রাদেশিক পরিষদ নির্বাচনে রংপুর-৫ আসন (হাতীবান্ধা-পাটগ্রাম): আবিদ আলী। রংপুর-৬ আসন (কালীগঞ্জ): করিম উদ্দিন আহমেদ। রংপুর-১৪ আসন (লালমনিরহাট): আবুল হোসেন।
১৯৭৩ সালের ৭ মার্চ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ আসন (হাতীবান্ধা-পাটগ্রাম): আবিদ আলী। রংপুর-৬ আসন (কালীগঞ্জ): করিম উদ্দিন আহমেদ। রংপুর-১৪ আসন (লালমনিরহাট): আবুল হোসেন।
১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ আসন (হাতীবান্ধা-পাটগ্রাম): কাজী নুরুজ্জামান। রংপুর-৬ আসন (কালীগঞ্জ): মজিবর রহমান। রংপুর-১৫ আসন (লালমনিরহাট): রিয়াজ উদ্দিন আহমেদ।
১৯৮৬ সালের ৭ মে জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসন (হাতীবান্ধা-পাটগ্রাম): জয়নাল আবেদীন সরকার। লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): মজিবর রহমান। লালমনিরহাট-৩ আসন (লালমনিরহাট সদর): আবুল হোসেন।
১৯৮৮ সালের ৩ মার্চ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসন (হাতীবান্ধা-পাটগ্রাম): জয়নাল আবেদীন সরকার। লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): মজিবর রহমান। লালমনিরহাট-৩ আসন (লালমনিরহাট সদর): রিয়াজ উদ্দিন আহমেদ।
১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসন (হাতীবান্ধা-পাটগ্রাম): জয়নাল আবেদীন সরকার। লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): মজিবর রহমান। লালমনিরহাট-৩ আসন (লালমনিরহাট সদর): রিয়াজ উদ্দিন আহমেদ।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসন (হাতীবান্ধা-পাটগ্রাম): হাসানুজ্জামান হাসান। লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): সালেহ্ উদ্দিন আহমেদ। লালমনিরহাট-৩ আসন (লালমনিরহাট সদর): আসাদুল হাবিব দুলু।
১৯৯৬ সালের ১২ জুন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসন (হাতীবান্ধা-পাটগ্রাম): জয়নাল আবেদীন সরকার। লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): মজিবর রহমান। লালমনিরহাট-৩ আসন (লালমনিরহাট সদর): গোলাম মোহাম্মদ কাদের।
২০০১ সালের ১ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসন (হাতীবান্ধা-পাটগ্রাম): মোতাহার হোসেন। লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): মজিবর রহমান। লালমনিরহাট-৩ আসন (লালমনিরহাট সদর): আসাদুল হাবিব দুলু।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসন (হাতীবান্ধা-পাটগ্রাম): মোতাহার হোসেন। লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): মজিবর রহমান। লালমনিরহাট-৩ আসন (লালমনিরহাট সদর): গোলাম মোহাম্মদ কাদের।
২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসন (হাতীবান্ধা-পাটগ্রাম): মোতাহার হোসেন। লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): নুরুজ্জামান আহমেদ। লালমনিরহাট-৩ আসন (লালমনিরহাট সদর): আবু সালেহ মোহাম্মদ সাঈদ দুল দুলাল।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসন (হাতীবান্ধা-পাটগ্রাম): মোতাহার হোসেন। লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): নুরুজ্জামান আহমেদ। লালমনিরহাট-৩ আসন (লালমনিরহাট সদর): গোলাম মোহাম্মদ কাদের।
২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসন (হাতীবান্ধা-পাটগ্রাম): মোতাহার হোসেন। লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): নুরুজ্জামান আহমেদ। লালমনিরহাট-৩ আসন (লালমনিরহাট সদর): মোঃ মতিয়ার রহমান।