প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৪, ৩:৪১ পি.এম
১৭, লালমনিরহাট-২ আসন স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর করার অভিযোগ
১৭, লালমনিরহাট-০২ (আদিতমারী, কালীগঞ্জ) স্বতন্ত্র পদপ্রার্থী ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল হক এর (ঈগল প্রতীক) কর্মী রমনী কান্তকে মারধর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী মোঃ আমিনুল হকের বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার (১ জানুয়ারি) বিকেলে এই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটিতে প্রতিনিধির মাধ্যমে লিখিত অভিযোগ করেন মোঃ সিরাজুল হক।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা ৭টায় রমনী কান্তের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে নৌকা প্রতীকের কর্মী ও আদিতমারীর দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল হক মারপিট করেন। তিনি ৭ জানুয়ারির নির্বাচনের পর মাদক দিয়ে মামলা দায়ের এবং ঈগল প্রতীকের পক্ষে কাজ করলে দেখে নেবেন বলেও হুমকি দেন।
এ বিষয়ে মোঃ আমিনুল হক বলেন, রমনী কান্ত রায় লালমনিরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে কটু কথা বলেছিলেন। বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে আমার তর্কবির্তক হয়েছে। তিনি আর কিছু বলতে রাজি হননি।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
স্বতন্ত্র প্রার্থী মোঃ সিরাজুল হক বলেন, আমার ঈগল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমার প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজকল্যাণ মন্ত্রীর লোকজন আমাকেসহ আমার কর্মীদের হুমকি-ধমকি দিচ্ছেন। কোথাও কোথাও আমার কর্মীদের মারপিট করা হচ্ছে। ভোটের পরে মাদক দিয়ে মামলা দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
সাপ্তাহিক আলোর মনি- সাহেব পাড়া (বড় মসজিদ) সংলগ্ন, রেলওয়ে কোয়ার্টার নং- এল/১৫০-৩ স্টেশন রোড, লালমনিরহাট-৫৫০০ হতে প্রকাশিত ও প্রচারিত এবং অংকিতা প্রিন্টিং প্রেস, নিউক্রস রোড/প্রেস ক্লাব মার্কেট, রংপুর হতে মুদ্রিত।
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.