আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার মোটর সাইকেল চুরি সিন্ডিকেটের অন্যতম সদস্য ও পাটগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মশিউর রহমান মশু (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ৩টি মোটর সাইকেলের ও ৪টি ডিজিটাল নম্বর প্লেট উদ্ধার করে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার ৯ জুলাই বিকেলে পাটগ্রাম থানার পরিদশর্ক (তদন্ত) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় ওই চক্রের আরও ২জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন পাটগ্রাম ইউনিয়নের এনামুল হক (৩৬) ও বুড়িমারী ইউনিয়নের আমির হোসেন (৪৫)।
এর আগে গত বুধবার ৮ জুলাই ভোরে ডোমার থানা পুলিশ ও পাটগ্রাম থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার ৫নং ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার বাসা থেকে মশিউর রহমান মশুকে গ্রেফতার করা হয়। মশিউর রহমান মশু পাটগ্রাম পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বড় মসজিদ জুম্মাপাড়া এলাকার বুলবুল আহমেদের পুত্র ও ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, নীলফামারী ডোমার থানার একটি মোটর সাইকেল চুরির আসামী মশিউর রহমানকে গ্রেফতারের জন্য সহযোগী চান ডোমার থানা পুলিশ। পরে ডোমার থানা পুলিশ ও পাটগ্রাম থানা পুলিশ পৌরসভার জুম্মাপাড়া এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে তার বাসা থেকে মশুকে গ্রেফতার করে। এ সময় পুলিশ ৩টি মোটর সাইকেল ও চুরি হওয়া মোটর সাইকেলের ৪টি ডিজিটাল নম্বর প্লেট উদ্ধার করা হয়। এসব নম্বর প্লেটের মালিকের সাথে কথা বললে ওই নম্বরের মোটর সাইকেলগুলি চুরি হয়েছে বলে মালিকরা পুলিশকে জানান।
লামনিরহাট-নীলফামারী দুই জেলার মোটর সাইকেল চুরি সিন্ডিকেটের অন্যতম সদস্য এবং দীর্ঘদিন থেকে এই মোটর সাইকেল চুরির সাথে জড়িত বলেও জানান তিনি। গ্রেফতার হওয়া মশিউর রহমান মশুকে ডোমার থানা পুলিশ ডোমার থানায় নিয়ে যায়। এ বিষয়ে এখনো অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.