১৭, লালমনিরহাট-০২ (আদিতমারী, কালীগঞ্জ) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন নির্বাচন বর্জন না করলে তার গলায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৮ ডিসেস্বর) দুপুরে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আদিতমারী থানায় সাধারন ডায়েরি (জিডি) করেছেন লাঙ্গলের প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই পশ্চিম পাড়া কিসামত বড়াইবাড়ি গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
থানায় দায়ের করা জিডিতে মোঃ দেলোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে ফজরের আযান হলে নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পাশের মসজিদে যাচ্ছিলেন লাঙ্গলের প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন। এ সময় পথের পাশে বাঁশঝাঁড়ে ওত পেতে থাকা ৩/৪ জন মুখোশধারী দুর্বৃত্ত তার পথ রোধ করে গলায় ধারালো অস্ত্র ধরে নির্বাচন করার কারণে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এ সময় নির্বাচন বর্জন না করলে তাকেসহ পুরো পরিবারকে হত্যার হুমকি দিলে প্রথম তাদের কথায় রাজি হন। নির্বাচন বর্জন করবেন বলে দুর্বৃত্তদের কাছে শপথ করলে তাকে ছেড়ে দিয়ে দ্রুত সরে যান দুর্বৃত্তরা।
পরে প্রার্থী মোঃ দেলোয়ার হোসেনের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলেও দুর্বৃত্তদের দেখতে বা চিনতে পারেননি কেউ। এ ঘটনার পর থেকে ওই গ্রামে আতংক বিরাজ করছে। একই সঙ্গে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের কর্মী সমর্থকদের মাঝেও আতংক বিরাজ করছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আদিতমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন লাঙ্গলের প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, লাঙ্গলের প্রার্থী জিডির আবেদন করলে তা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করতে পুলিশ কাজ করছে।
জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও ১৭, লালমনিরহাট-০২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে রয়েছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল হক, ট্রাক প্রতীকে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ মমতাজ আলী, বাংলাদেশ কংগ্রেসের মোঃ দেলাব্বর হোসেন (ডাব) ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র মোঃ শরিফুল ইসলাম (আম), জাকের পার্টির মোঃ রজব আলী (গোলাপ ফুল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.