শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত যতদিন নির্বাচন হবে না, ততদিন স্বাভাবিক অবস্থায় দেশে ফিরে আসবেনা-অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আলু চাষ নিয়ে ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাটের কৃষকেরা লালমনিরহাটে সরকার ফার্মেসী এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত লালমনিরহাটে খাদ্য বান্ধব কর্মসূচি (জিআর) চাল কালোবাজারে বিক্রির অভিযোগ মিষ্টি আলু চাষে লালমনিরহাটের কৃষকদের আগ্রহ বাড়ছে লালমনিরহাটে সাংবাদিকের পিতা কাশেম আলীর ইন্তেকাল পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো-লালমনিরহাটে আমীর খসরু মাহমুদ চৌধুরী লালমনিরহাটে তুলার চাষে লাভের মুখ দেখছে কৃষেকরা লালমনিরহাটে কর্মসৃজন কর্মসূচি শুরু না হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন কর্মহীনরা
স্বতন্ত্র প্রার্থী মোঃ আতাউর রহমান প্রধানের উপর হামলার অভিযোগ!

স্বতন্ত্র প্রার্থী মোঃ আতাউর রহমান প্রধানের উপর হামলার অভিযোগ!

লালমনিরহাট জেলার হাতীবান্ধায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার কাজে গিয়ে সোনালী ও রূপালী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ আতাউর রহমান প্রধান হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁর বহরে থাকা ১টি গাড়ি ও নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

মোঃ আতাউর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট সরওয়ার হায়াৎ খান অভিযোগ করে বলেছেন, সফর সঙ্গীসহ গড্ডিমারী বাজারে ঈগল প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করতে গেলে মোঃ আতাউর রহমান-এর উপর হামলা চালান ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোতাহার হোসেনের ব্যক্তিগত সহকারী আবু বক্কর সিদ্দিক শ্যামল ও তার লোকজন। শ্যামল গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

 

সরওয়ার হায়াৎ খান আরও অভিযোগ করে, গড্ডিমারী বাজারে থেকে ফিরে আসার সময় স্বতন্ত্র পদপ্রার্থীর বহরে থাকা একটি গাড়ি ও নির্বাচনী অফিসের আসবারপত্র ভাংচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

আহত স্বতন্ত্র প্রার্থী পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

 

এদিকে অভিযোগ অস্বীকার করে আবু বক্কর সিদ্দিক শ্যামল সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র প্রার্থী গণসংযোগের নামে নৌকার বিরুদ্ধে কথা বলায় স্থানীয়দের বাঁধার মুখে পড়েছিলেন।

 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে এ ঘটনায় শুক্রবার (২২ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচনী এলাকা নং-১৬, আসন নং লালমনিরহাট-০১ (হাতীবান্ধা ও পাটিগ্রাম উপজেলা) চেয়ারম্যান ও লালমনিরহাট ১ম আদালত যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ এরশাদ আলী স্বাক্ষরিত গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামলকে কারণ দর্শানো হয়েছে।

 

এতে উল্লেখ করা হয়েছে, উক্ত আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তলমর্মে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে আগামী ২৩/১২/২০২৩ ইং তারিখ রোজ শনিবার দুপুর ১২.৩০ ঘটিকায় স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১(ক) এর ৫(ক) অনুচ্ছেদের ক্ষমতাবলে নির্দেশ প্রদান করা হলো।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone