::জাকি ফারুকী ::
২১/১২/২৩
জেরাল্ডটন, অস্ট্রেলিয়া।
দেখা হলে কি হবে?
অবাক প্রশ্ন!
অতি সাধারণ একজনের সাথে
দেখা হলেই বা কি, আর না হলেই কি!
কেন এত ইচ্ছে?
বলবে আমায়।
দেখা হলে কি হবে
এই প্রশ্নের উত্তর কি সহজেই দেয়া যায়?
হয়তো কিছু হবে না।তোমার সাথে দেখা না হলেই ভালো ছিলো,
এমন ভাববো চলে আসবার সময়।
হয়তো এমন হতে পারে তোমার হাত ধরে বসে থাকবো। অনেকক্ষন,
কোন কথা নেই।
সেই অনেক দিনের বন্ধু। এতোদিন যে হিসেব মেলানো কঠিন।
হয়তো তোমার মাথার পেছনে দুহাত দিয়ে চুলগুলো খামচে ধরবো,
খুব জোড়ে,
উহ্ ব্যথা লাগছে তো।
কি করো পাগল!
মনে হবে তোমাকে বুকের মধ্যে ধরে থাকি, অনেকক্ষন।
দেখা হলে কি হবে।
দেখা হলে কি হবে।
সব নির্ভর পরিবেশের ওপর।
ব্রক্ষপুত্র নদীর চরে,
অথবা সারি নদীর বালিয়ারিতে,
কোথাও কেউ নেই।
খুব ভালোবাসবো
আমার প্রেম কে।
দেখা হলে কি হবে?
কি হবে আবার?
সব নেশা বিলীন হয়ে যাবে,
নদীর ঢেউয়ে,
জলের লিখনে,
তোমার চোখের ভালোবাসার
নোনা জলে।
Oh my God !!!
বাস্তবতা শূন্য ভাবনা।
অলীক কল্পনা।
অলীক কল্পনায়
বিচরণ করতে থাকো তুমি।
কারো কল্পনায় ঢুকে
বাধা দেয়ার ক্ষমতা তো
আমার নেই।
কে যেনো এই
এই বালিকা কে?
তুমি চেনো কি তারে?
কোন এক সকালের মেঘের
আঁধারে, সেই কবে হারিয়ে
ফেলেছিলেম তারে।
বিশুদ্ধ মেঘের জল
বৃষ্টির ফোঁটায়,
এনেছিলো হিম রাত্রির কুয়াশা,
সেই থেকে আর ঘন কুয়াশায়
মেলিনাই দুইচোখ।
অষ্টাদশী ওই নারীর চোখ
ভ্রু আর ঠোঁটের
কোন কারুকাজ মনে রাখতে
পারিনাই।
তবু মনে আছে ‘কিছু’
সেই সম্বল নিয়ে স্মৃতির পিছু
আজো অবিশ্রান্ত ছুটে চলেছি।
ভগ্নমনোরথ।
তুমি অধরা মেরিলিন হয়েই থাকো।
অন্য কোন জীবন যদি পাই
এই নীহারিকায়,
আর কোন ছায়া পথে
যদি দেখা হয়,
তোমাকে জড়িয়ে ধরে
অসম্ভব সব চুমুতে
ভরিয়ে দেবো।
তুমি তখন শুধু আমার হবে।
১২/৮/২০২১
পাথরের শৈবালে দাঁড়িয়ে,
বঙ্গোপসাগর সামনে সাক্ষী রেখে, সমুদ্রের অশান্ত ঢেউ পায়ের স্পর্শে রেখে
কি গভীর
কি গভীর স্পর্শ তোমাকে দিলাম,
ভুলে গেলে।
সমুদ্র সব স্মৃতি ধুয়ে
নিয়ে গেলো পলকের ইশারায়।
ভুলে যেতে
এতোটা সময় লাগে,
পাখিদের দেশে যেতে
মেলে দিলে পাখা,
অবলীলায় ভেসে যাবে,
ময়ূরের মতোন পেখম তুলে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.