আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৯ জুলাই দুপুরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে বৈদ্যুতিক তারে জড়িয়ে ফজলু (৪২) নামে এক কৃষক নিহত হয়েছে। এ সময় নজিবার রহমান (৪০) নামের কৃষক আহত হয়।
জানা গেছে, দক্ষিণ গড্ডিমারী গ্রামে ফসলের জমির উপর দিয়ে বিদ্যুৎতের ১১কেভি সঞ্চালন লাইনের সংযোগ টেনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বৈদুতিক ত্রুটির কারণে হঠাৎ হাইভোল্টের তার ছিঁড়ে পড়ে যায়। এ সময় তারের নিচে নিহত ফজলু ও আহত নজিবার রহমান (৪০) জমিতে ধানের চারা রোপন করছিল। দূর্ঘটনায় নিহত ফজলু একই গ্রামের মৃত মফিজারের পুত্র। আহত মফিজার রহমান ওই গ্রামের দেবারুর পুত্র। ঘটনার পর পরেই বিদ্যুৎতের লাইন বন্ধ করে দেয়া হয়। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নিহত ও আহতদের উদ্ধার করে। আহত কৃষক হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরল আমিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.