লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম গুড়িয়াদহ চন্দিমারি গ্রামের বাসিন্দা সাংবাদিক শহিদ বাদশা বাবু ও সাবেক ইউপি সদস্য এন্তাজুর হকদ্বয়ের পিতা আব্দুল হক (৬৫) সোমবার (১৮ ডিসেম্বর) সকাল আনুষ্ঠানিক ৯টায় বার্ধক্য জনিত কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাদ আসর পশ্চিম গুড়িয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। নামাজের জানাযার আগে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন, রাজপুত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপক পরিচালক শামসুল হক, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর, রাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, মরহুমের বড় ভাই আব্দুল রাজ্জাক, মহুমের বড় ছেলে এন্তাজুর হক প্রমুখ। সঞ্চালন করেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির। নামাজের জানাযা পড়ান তিস্তা ফাতেমাতুজ জোহরা মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান বাবলু।
জানাযা নামাজ শেষে পশ্চিম গুড়িয়াদাহ স্কুলের পার জামে মসজিদ করবস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ১কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবির মরহুম আব্দুল হক-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।