দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনে জাতীয় পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীসহ ৫জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে লালমনিরহাটের ৩টি আসনে প্রার্থীতা রযেছে ১৮জন।
রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্যাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, লালমনিরহাটের ৫টি উপজেলা ও ২টি পৌরসভা নিয়ে জেলায় মোট ৩টি সংসদীয় আসন রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩টি আসনে মোট ২৩জন প্রার্থীকে চূড়ান্ত বৈধ ঘোষণা করা হয়। তাঁর মধ্যে ৫জন মনোনয়নপত্র প্রত্যাহার শেষে বৈধ প্রার্থী রইলেন ১৮জন।
১৬-লালমনিরহাট-০১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ৬জন প্রার্থীর মধ্যে ২জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাঁরা হলেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ হাবিবুল হক বসুনিয়া ও জাকের পার্টির মোঃ মানিকুর রহমান।
১৭- লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে ৯জন প্রার্থীর মধ্যে ২জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাঁরা হলেন- বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মোঃ বাদশা মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোছাঃ হালিমা খাতুন।
১৮- লালমনিরহাট-৩ (লালমনিরহাট সদর) আসনে ৮জন প্রার্থীর মধ্যে ১জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি হলেন- জাকের পার্টির মনোনীত প্রার্থী মোঃ সকিউজ্জামান মিয়া।
লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্যাহ বলেন, লালমনিরহাটের ৩টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন প্রার্থী রয়েছেন ১৮জন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.