লালমনিরহাটের নর্থ বেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও (যুগ্মসচিব) কর্তৃক সরেজমিনে পরিদর্শন/ তদন্তপূর্বক নিয়োগ প্রক্রিয়া সঠিকতা যাচাইকরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় লালমনিরহাটের নর্থ বেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন/তদন্তপূর্বক নিয়োগ প্রক্রিয়া সঠিকতা যাচাইকরণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও (যুগ্মসচিব) মোঃ আজমুল হক। এ সময় লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী, নর্থ বেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বর্মনসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি সকাল ৯টায় লালমনিরহাট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে উপস্থিতি থেকে পরিদর্শন করেন।
এরপর তিনি সকাল ১১টায় লালমনিরহাটের কালীরহাট প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন/ তদন্তপূর্বক নিয়োগ প্রক্রিয়া সঠিকতা যাচাইকরণ করেন।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও (যুগ্মসচিব) মোঃ আজমুল হক বলেন, নর্থ বেঙ্গল বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন/ তদন্তপূর্বক নিয়োগ প্রক্রিয়া সঠিকতা যাচাইকরণে এসে সন্তষজনক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।