আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: রাস্তার দুই ধারে বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ দেখে মাঠে খেলাধুলা বাদ দিয়ে এগিয়ে এলেন কয়েকজন শিশু। তারা বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের কাছে এসে বৃক্ষরোপণে সহযোগিতা করতে এগিয়ে এলেন। এসব শিশুদের সহযোগিতায় মুহূর্তের মধ্যেই বেশ কিছু গাছ রাস্তার দুই ধারে রোপণ করা হয়।
জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে লালমনিরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে লালমনিরহাট জেলা পুলিশ বিভাগ।
আজ বুধবার ৮ জুলাই বিকালে এরই অংশ হিসেবে হাতীবান্ধা থানা ভবন ও পাটিকাপাড়া ইউনিয়নে বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণে সহযোগিতাকারীদের একজন শিশু সোহলে বলেন, বইয়ে পড়েছি, অতিরিক্ত গাছ কাটার ফলে পরিবেশ নষ্ট হচ্ছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের বাড়ি এ এলাকায় হওয়ায় আমরা শুধু পুলিশের বৃক্ষরোপণে সহযোগিতা করে বসে থাকবো না। এই গাছগুলোকে যাতে গরু-ছাগল নষ্ট না করে, গাছগুলোর দেখভালসহ পরিচর্যাও করবো আমরা। স্কুল যাওয়া-আসার পথে আমরা গাছগুলো দেখবো। ১ থেকে ২বছর পর এসে দেখবেন গাছগুলো কত সুন্দর হয়েছে।
বৃক্ষরোপণ করেন লালমনিরহাট জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম রোকন।
এর আগে গতকাল মঙ্গলবার ৭ জুলাই লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা এ জেলায় বৃক্ষরোপণ শুরু করেন। এ কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলা পুলিশ বিভাগ প্রতিটি উপজেলার বিভিন্ন সড়ক এবং প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, বৃক্ষরোপণ করতে গেলে শিশুরা এগিয়ে আসে। তারা আমাদের সহযোগিতা করতে চায়। তাদের সহযোগিতায় আমরা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে চেষ্টা করেছি। শিশুদের দেশপ্রেম দেখে আমরা মুগ্ধ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.