লালমনিরহাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে শোভাযাত্রা, শো-ডাউন, মিছিল ও প্রচারণা কার্যক্রম হতে বিরত থাকা প্রসঙ্গে নোটিশ দ্বারা এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) লালমনিরহাট জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্যাহ স্বাক্ষরিত এক নোটিশ বিজ্ঞপ্তি তে এটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, “সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ উপলক্ষ্যে ভোটগ্রহণ আগামী ০৭ জানুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোন ব্যক্তি পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, ফেস্টুন, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল, আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলি আগামী ২৫ নভেম্বর, ২০২৩ তারিখের মধ্যে নিজ উদ্যোগে অপসারণ এবং মোটরসাইকেল/অন্যান্য যানবাহন শোভাযাত্রা, শো-ডাউন, মিছিল, নির্বাচনী প্রচারণায় প্রীতিভোজ ও জনমনে আতংক সৃষ্টি করে এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
উল্লিখিত সময়ের মধ্যে পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, ফেস্টুন, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল, আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলি অপসারণ করা না হলে এবং মোটরসাইকেল/ অন্যান্য যানবাহন শোভাযাত্র শো-ডাউন, মিছিল, নির্বাচনী প্রচারণায় প্রীতিভোজ ও জনমনে আতংক সৃষ্টি করে এমন কার্যক্রমে অংশগ্রহণ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রসঙ্গত, নির্বাচন অগ্রাধিকার অতীব জরুরী, বিষয়টি অতীব জরুরী বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে।