শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সার সিন্ডিকেট হোতারা ধোঁয়া ছোঁয়ার বাহিরে কেন লালমনিরহাটে তামাকের বিষে কমছে জমির ঊর্বরতা; বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি লালমনিরহাটে জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমনিরহাটে আত্মনির্ভরশীল দল এবং ইউডিএমসি এর মধ্যে অ্যাডভোকেসি এবং লবিং মিটিং অনুষ্ঠিত লালমনিরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত গণতন্ত্র আমাদের হাতের নাগালে নাই-লালমনিরহাটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় লালমনিরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ সেবা অর্ধেক মূল্যে হত দরিদ্রদের ছানি অপারেশন অরবিট চক্ষু হাসপাতালে লালমনিরহাটে শীতের হরেক রকমের পিঠার দোকানের পসরা নিয়ে বসছেন বিক্রেতারা বিএনপির কর্মী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ফিলিস্তিনি মুসলমানদের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফিলিস্তিনি মুসলমানদের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ীতে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি সরকারের বর্বরোচিত হত্যাযজ্ঞ ও অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৭ নভেম্বর) জুম্মার নামাজের পর ভেলাবাড়ী বাজারের সাধারণ ব্যবসায়ীদের আয়োজনে ভেলাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ওই বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের তিন মাথা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

 

এর আগে সকাল থেকেই ভেলাবাড়ী ইউনিয়নের প্রত্যেকটি প্রান্ত থেকে দলে দলে মুসলিম তৌহিদি জনতা মিছিল সহকারে উক্ত বিক্ষোভ সমাবেশে যোগদান করে।

 

এ সময় বিক্ষোভ সমাবেশে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, বদরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, বিশ্বের মুসলিম, এক হও এক হও, ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েলের ইহুদিরা, হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ফিলিস্তিনি শিশু হত্যা মানিনা মানব না, ইসরায়েলের কাপুরুষেরা, হুঁশিয়ার সাবধান’ এসব স্লোগান দিতে দেখা যায়।

 

সমাবেশে সাধারণ ব্যবসায়ীদের পাশাপাশি তৌহিদি মুসলিম জনতা ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। মিছিল শেষে উপস্থিত শিক্ষার্থী, সাধারণ মানুষ ও ইমাম উলামা পরিষদের নেতারা ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানান এবং সারা বিশ্বের মুসলমানদের তাদের পাশে থাকার আহ্বান জানান।

 

সংক্ষিপ্ত সমাবেশে ভেলাবাড়ী বাজারের সাধারণ ব্যবসায়ী দুলাল মিয়ার সভাপতিত্বে শাহিনুর রহমানের সঞ্চালনায় ফিলিস্তিনি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদি বক্তব্য রাখেন ভেলাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ মোহাম্মদ আব্দুল মান্নান, ভেলাবাড়ী কেরামতিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওঃ মোহাম্মদ ইমরান ফারুক, সাধারণ ব্যবসায়ী হানিফ উদ্দিন, জিয়াউর রহমান, হাফেজ রবিউল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, পল্লী চিকিৎসক রেজাউল করিম প্রমুখ।

 

বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা শান্তিপূর্ণ মুসলমানরা মেনে নিতে পারে না। ওই বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানানো হয়। পরে সারাবিশ্বের মুসলিম উম্মাহ’র জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone