লালমনিরহাটে ৩২তম বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেল রোড সোনালী পার্কস্থ সমিতি প্রাঙ্গণে ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের আয়োজনে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সভাপতি অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ-এঁর অনুমতিক্রমে সভার কার্য শুরু হয়। ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের নির্বাহী সদস্য অ্যাড. শফিকুল ইসলাম শফি-এঁর সঞ্চালনায় ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন লিয়াকত আলী ভূঞাঁ, সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন ডাঃ কাসেম আলী। উপস্থিত সকলে দাঁড়িয়ে ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের মরহুম সদস্যের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে ১মিনিট নিরবতা পালন করা হয়। বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের আজীবন সদস্য একেএম মঈনুল হক, নেয়ামুল হক ফাতেমী বাকেল, ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাড. মতিয়ার রহমান প্রমুখ। এ সময় ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সহ-সভাপতি মোকছেদুর রহমান, নির্বাহী সদস্য দুলাল চন্দ্র কর্মকার, শরওয়ার আলম, মনসুর আলী সরকার, মোজাম্মেল হক সরকার মানিক, অ্যাড. সায়েম উল আলম সরকার লাভলুসহ কার্যনির্বাহী সদস্য ও আজীবন সদস্যবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.