দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে শুরু হওয়া ৩দিন ব্যাপী জেলা ইজতেমা দেশ ও জাতির কল্যাণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের কান্নায় ভারি হয়ে আখেরি মোনাজাত সম্পন্ন হয়।
এতে বিভিন্ন জেলা থেকে আগত বিশিষ্ট ইসলামী বক্তারা অংশ নেন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) ফজর থেকে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে ৩দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়।
আখেরি মোনাজাতে বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় দোয়া করেন ঢাকার কাকরাইল জামে মসজিদের মুরুব্বী মাওলানা মোহাম্মাদুল্লাহ।
কালেক্টরেট মাঠ এলাকায় বিশাল তাবু টাঙ্গিয়ে ইজতেমার জায়গা করা হয়। দূর দুরান্ত থেকে আগত মুসল্লীরা কাথা-কম্বল নিয়ে এতে অবস্থান নেন এবং মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।
স্থানীয় মুরুব্বীরা জানান, প্রতি বছরের ন্যায় লালমনিরহাট কালেক্টরেট মাঠ এলাকায় জেলা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। শান্তি শৃঙ্খলায় সফল ভাবে শেষ হলো সেজন্য শুকরিয়া আদায় করছি।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বলেন, আখেরি মোনাজাতে হাজার হাজার মানুষ অংশ নিয়েছিলেন। তাদের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ সদস্যরা তৎপর ছিলেন। আখেরি মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লীরা নিজ বাড়িতে ফিরতে শুরু করছেন।