লালমনিরহাটে বসতবাড়ির আঙ্গিনায় বছর ব্যাপী শাক-সবজি উৎপাদনের জন্য বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে লালমনিরহাট সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খান সীডসের সৌজন্যে এ বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস-এঁর সভাপতিত্বে লালমনিরহাট সদর উপজেলা এক্সটেনশন অফিসার রেজাউল করিম-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। এ সময় লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার হাসিনুর রহমান, মেসার্স খান সীডসের স্বত্বাধিকারী হায়দার আলী খান বাদলসহ ৮০জন প্রান্তিক ও হতদরিদ্র কৃষক উপস্থিত ছিলেন।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ঘোষণা অনুযায়ী দেশের অভ্যন্তরে প্রতি ইঞ্চি জমি কাজে লাগাতে হবে। বসতবাড়ির আসে পাশে কোনো জমি পতিত না রেখে সবজি চাষ করলে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করা সম্ভব। উপস্থিত প্রান্তিক কৃষকদের পাশাপাশি অন্যান্য ব্যক্তিবর্গদেরকেও সবজি চাষ করার প্রতি উপদেশ দেন।
বীজ প্রাপ্ত কৃষকেরা বলেন, বিনামূল্যে উন্নত মানের বীজ পেয়েছি। এই বীজের সঠিক ব্যবহারের মাধ্যমে সবজি উৎপাদন করে পরিবারের চাহিদা মেটানো যাবে। পাশাপাশি অন্যান্য কৃষকদের আগ্রহ বাড়বে।
পরে প্রান্তিক ও হতদরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজি বীজ বিতরণ করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.