সারা দেশে বিএনপির ডাকা হরতালে লালমনিরহাটের মহেন্দ্রনগর সড়কে পুলিশের পেশাগত দায়িত্ব পালন কাজে বাঁধার অভিযোগে বিএনপির ৩৮জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫শতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক।
তিনি জানান, লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় এজাহারনামীয় আসামীদের মধ্যে ৫জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাটের কাজীর চওড়া গ্রামের মৃত্যু- সিরাজুল হকের পুত্র মোঃ শাকিরুল ইসলাম (৩৩), কাশিপুর গ্রামের মৃত্যু- আব্দুল সোবহানের পুত্র মোঃ লিটন (৩৭), সাপটানা (আদর্শপাড়া) গ্রামের মৃত্যু- নজর মামুদের পুত্র মোঃ মকবুল হোসেন (৫৯), সাকোয়া গ্রামের মৃত্যু- এমদাদউল্লার পুত্র মোঃ আব্দুল হাই রিজু (৩৯), সবুজপাড়ার মোঃ কোবাদ আলীর পুত্র মোঃ শহিদুল ইসলাম বাবু (৪২)।
অপর আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে বলে জানা গেছে।
জানা যায়, লালমনিরহাটের মহেন্দ্রনগর সড়কে পুলিশের পেশাগত দায়িত্ব পালন কাজে বাঁধার অভিযোগে বিএনপির ৩৮জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫শতজনকে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করা হয়।
রোববার (২৯ অক্টোবর) লালমনিরহাটের মহেন্দ্রনগর সড়কে পুলিশের পেশাগত দায়িত্ব পালন কাজে বাঁধার অভিযোগের ঘটনা ঘটায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বলেন, মামলায় ৫জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের প্রস্তুতি চলছে। কেউ আইন শৃঙ্খলার অবনতি ঘটালে প্রয়োজনে পুলিশ বাদি হয়ে আরও মামলা করা হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.