লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকালায় বিএনপির ডাকা হরতালকে কেন্দ্র করে বিএনপি-আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের ২জন নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে। এছাড়াও আহত হয়েছেন ছাত্রলীগ কর্মীসহ কমপক্ষে ৬জন।
রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে এসব সংঘর্ষের ঘটনা ঘটে দফায় দফায়।
সকাল থেকে লালমনিরহাটের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও পিকেটিং করতে থাকে বিএনপি নেতাকর্মীরা।
এদিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে ২জন আওয়ামী লীগ নেতাকে কুপিয়েছে বিএনপি নেতাকর্মীরা। গুরুত্বর আহত অবস্থায় তাদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
এছাড়াও লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্বর এলাকায় পুলিশের ২টি মোটর সাইকেলসহ ৪টি মোটর সাইকেলে ভাংচুর করেছে বিএনপির সমর্থকরা।
সকালে লালমনিরহাটের বড়বাড়ী শিমুলতলা এলাকায় বিএনপির ঝটিকা মিছিল ও পিকেটিং করে নেতাকর্মীরা।
দুপুরে লালমনিরহাটের মিশন মোড় এলাকায় বিএনপির হরতালের প্রতিবাদে ছাত্রলীগের ঝটিকা মিছিল বের হয়।
অপরদিকে সকাল ১০টা ৩০মিনিটের দিকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে জাতীয় মহাসড়কে অবস্থান নিয়ে বিএনপি নেতাকর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম হরতাল বিরোধী মিছিল নিয়ে বের হলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বিএনপির ২জন কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে।
পরে ১১টার দিকে আদিতমারী উপজেলা বিএনপি অফিসের সামনে মিছিল নিয়ে যায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে সংঘর্ষ শুরু হলে উভয়পক্ষের ২জন আহত হয়। এ সময় বিএনপির অফিসের চেয়ার ও সাইনবোর্ড ভাংচুর করে আওয়ামী লীগের সমর্থকেরা। পরে সেখান থেকে পিছু হটে বিএনপি নেতাকর্মীরা।
বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে তাৎক্ষণিক প্রশাসনের কেউ সাংবাদিকদের মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.