কমল কান্তি বর্মন, কবি:
ইচ্ছে হলেই কাঁদি আমি
ইচ্ছে হলেই হাসি,
ইচ্ছে হলেই বন্ধু আমি
তোমায় ভালোবাসি।
ইচ্ছে হলেই আকাশ হব
এক পৃথিবী গানসুর,
ইচ্ছে হলেই শেষ বিকেলে
হব কিছু রোদ্দুর।
ইচ্ছে হলেই মেঘের ভেলায়
হব কিছু বৃষ্টি,
নতুন করে পৃথিবীতে
করব কিছু সৃষ্টি।
ইচ্ছে হলেই জ্যোৎস্না হব
আধাঁর কালো রাতে,
ইচ্ছে হলেই আলো হব
শিশির ভেজা প্রাতে।
ইচ্ছে হলেই দুখি হব
সব মানুষের দুখে,
ইচ্ছে হলেই সুখি হব
হাসব সবার সুখে।
ইচ্ছে হলেই হব আমি
তোমার চোখে স্বপ্ন,
মাগো তোমার খোকন সোনা
করোনা আর প্রশ্ন।
তারিখঃ ৬ জুলাই, ২০২০ইং।
কোদালখাতা, লালমনিরহাট।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.