হেলাল হোসেন কবির, কবি:
মানুষের মালিকানা বদলে যাবে।
বন্ধুত্ব থেকে প্রতিপক্ষে পৌছে গেছে।
বিশ্বাস করেন-
এমনটা হওয়ার পেছনে কাজ করছে ক্ষুধা।
বদল হবে সম্পদ আর আমানত।
মনে করে দেখুন-
কাছ থেকে কতজন চলে গেছে,
ক্ষুধার কারনে লবণের মতো ছিলো ওদের আচরণ।
ক্ষুধার জন্য যেমনটা-
ইংরেজ তারপর পাকিস্তান চলে গেছে,
আরো অনেকের চলে যাওয়ার কারন একটাই।
সঙ্কটময় জীবন-
শিক্ষিত বেকারদের অনিশ্চিত ভবিষ্যৎ,
পিছনে আরো একটি ক্ষুধা তারা করছে আমাদের।
তারিখঃ ০৩ জুলাই, ২০২০ইং।