লালমনিরহাটে “ইঁদুরের দিন হবে শেষ, গড়ব সোনার বাংলাদেশ” স্লোগান নিয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৩ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে এ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হামিদুর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। ইঁদুরের নিধনের বিভিন্ন দিক উপস্থাপন করেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আবু জাফর মোঃ সাদেক। বক্তব্য রাখেন রংপুর অঞ্চলে পুরস্কার প্রাপ্ত ইঁদুর নিধনকারী কৃষক জহিরুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার মোঃ হাসিনুর রহমান, লালমনিরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার শামীমা ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।