ডা. জাকিউল ইসলাম ফারুকী
তুমি শুধু চলে যাবে
বিদায় নিয়ে
এমন অসম্ভব মেনে নেবো কি করে, যখন উন্মুক্ত প্রান্তরে,
নীল জলরাশি খেলা করে পিঠের ওপরে।
আমাকে দেখতে দাওনি,
নড়াতে দাওনি পা,
বুক পিঠ সব একাকার,
দীর্ঘ সময় ছবির মতো ফ্রেমে বন্দী করে রেখেছে আমাকে,
নিমফুল পাতা,
সাগরের বালুবেলা
অন্ধ আবেগ,
কেমন অক্ষয় ধরে আছো,
আমাকে বিদায় দেবে বলে!
আমি চলে যেতে চাইনা,
এমন আলিঙ্গন রেখে,
কোনখানে।
৬/৯/২০১৬
লালমনিরহাট।