লালমনিরহাটে প্রেমিকাকে বাড়িতে রেখে প্রেমিক উধাও এর ঘটনা ঘটেছে। এদিকে সেই প্রেমিকা প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন।
লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি গ্রামের তোজাম মিয়ার ছেলে রোকনুজ্জামান (২৩) একই এলাকার আলম হোসেনের মেয়ে মেহেনুর ওরফে আরপিনা (১৮) এর সাথে দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্ক গড়ে উঠে। আরপিনাকে বিয়ের কথা বলে রোকনুজ্জামান শুক্রবার (১৩ অক্টোবর) তার বাড়িতে নিয়ে যায়। পরিবারের চাপে রোকনুজ্জামান আরপিনাকে বাড়ির আঙ্গিনায় রেখে পালিয়ে যায়। এই ঘটনায় তার বাড়িতে অনশনে বসলে ছেলের পরিবারের লোকজন মেয়েটি মারধর করে। মেয়েকে মারধরের কারণে তার মা মোছাঃ মর্জিনা বেগম (৫০) লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, প্রেমিক রোকনুজ্জামান দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক করে গড়ে তুলে প্রেমিকাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান। শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিয়ের কথা বলে প্রেমিকাকে তার বাড়িতে রেখে সে পালিয়ে যায়।
এ বিষয়ে মেয়ের মা মর্জিনা বেগম বলেন, আমার মেয়েকে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তার বাড়িতে নিয়ে গিয়ে এখন তার পরিবারের লোকজন মেয়েটিক মারধর করছে, ছেলের পরিবারের সাথে আপোষের চেষ্টা করলে তারা উল্টো হুমকি দেন, দুদিন ধরে মেয়ে তাদের বাড়িতে অনশনে রয়েছেন, নিরুপায় হয়ে থানায় অভিযোগ দিয়েছি।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মো ওমর ফারুক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনা শুনেছি অভিযোগও পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.