লালমনিরহাটে একটি সড়কে পিচ উঠে বিভিন্ন স্থানে স্থানে তৈরি হয়েছে অজস্র খানাখন্দ। গত কয়েক দিনের বৃষ্টিতে সেখানে জমেছে পানি। এ অবস্থায় পানি, কাদায় থকথক করছে পুরো রাস্তা। এতে করে পথ চলতে চরম সমস্যায় পড়তে হচ্ছে যানবাহন চালকদের। প্রতিনিয়তই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
স্থানীয় লোকজনের দাবি, কয়েক বছর ধরে রাস্তার এমন হাল, অথচ তা সংস্কারে কোনো উদ্যোগ নেই। আর এ অবস্থা চলছে শিমুলতলা-বড়বাড়ী ইউনিয়ন পরিষদ সড়কে।
সরেজমিনে দেখা গেছে, বড়বাড়ী এলাকায় সবচেয়ে বড় হাট-বাজারটি অবস্থিত। এর ফলে প্রতিদিনই এখানে কয়েক শত ট্রাক চলাচল করে। তবে এলাকার প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় এসব ট্রাক চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পথচারীরা বলেন, রাস্তায় খানাখন্দ থাকায় ঝাঁকুনিতে পথচারী নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। চালক যতই ধীরে গাড়ি চালান না কেন, ঝাঁকুনি কোনোভাবেই এড়ানো সম্ভব হচ্ছে না।
বড়বাড়ী এলাকার বাসিন্দারা জানান, এ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। পিচ উঠে পাথর ও ইটের খোয়া বেরিয়ে অসংখ্য গর্ত তৈরি হওয়ায় ঝাঁকুনির পর ঝাঁকুনি খেয়ে রিকশায় করে পথ চলতে হচ্ছে। বিশেষ করে রোগী, বয়স্ক ব্যক্তি ও শিশুদের নিয়ে পথ চলতে বেশি সমস্যা হচ্ছে।
প্রসঙ্গত, বৃষ্টির কারণে খানাখন্দে পানি জমে থাকছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.