শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচিত হলেন যাঁরা! সার সিন্ডিকেট হোতারা ধোঁয়া ছোঁয়ার বাহিরে কেন লালমনিরহাটে তামাকের বিষে কমছে জমির ঊর্বরতা; বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি লালমনিরহাটে জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমনিরহাটে আত্মনির্ভরশীল দল এবং ইউডিএমসি এর মধ্যে অ্যাডভোকেসি এবং লবিং মিটিং অনুষ্ঠিত লালমনিরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত গণতন্ত্র আমাদের হাতের নাগালে নাই-লালমনিরহাটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় লালমনিরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ সেবা অর্ধেক মূল্যে হত দরিদ্রদের ছানি অপারেশন অরবিট চক্ষু হাসপাতালে
শিমুলতলা-বড়বাড়ী ইউনিয়ন পরিষদ সড়ক খানাখন্দে ভরপুর!

শিমুলতলা-বড়বাড়ী ইউনিয়ন পরিষদ সড়ক খানাখন্দে ভরপুর!

Exif_JPEG_420

লালমনিরহাটে একটি সড়কে পিচ উঠে বিভিন্ন স্থানে স্থানে তৈরি হয়েছে অজস্র খানাখন্দ। গত কয়েক দিনের বৃষ্টিতে সেখানে জমেছে পানি। এ অবস্থায় পানি, কাদায় থকথক করছে পুরো রাস্তা। এতে করে পথ চলতে চরম সমস্যায় পড়তে হচ্ছে যানবাহন চালকদের। প্রতিনিয়তই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

 

স্থানীয় লোকজনের দাবি, কয়েক বছর ধরে রাস্তার এমন হাল, অথচ তা সংস্কারে কোনো উদ্যোগ নেই। আর এ অবস্থা চলছে শিমুলতলা-বড়বাড়ী ইউনিয়ন পরিষদ সড়কে।

 

সরেজমিনে দেখা গেছে, বড়বাড়ী এলাকায় সবচেয়ে বড় হাট-বাজারটি অবস্থিত। এর ফলে প্রতিদিনই এখানে কয়েক শত ট্রাক চলাচল করে। তবে এলাকার প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় এসব ট্রাক চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

পথচারীরা বলেন, রাস্তায় খানাখন্দ থাকায় ঝাঁকুনিতে পথচারী নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। চালক যতই ধীরে গাড়ি চালান না কেন, ঝাঁকুনি কোনোভাবেই এড়ানো সম্ভব হচ্ছে না।

 

বড়বাড়ী এলাকার বাসিন্দারা জানান, এ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। পিচ উঠে পাথর ও ইটের খোয়া বেরিয়ে অসংখ্য গর্ত তৈরি হওয়ায় ঝাঁকুনির পর ঝাঁকুনি খেয়ে রিকশায় করে পথ চলতে হচ্ছে। বিশেষ করে রোগী, বয়স্ক ব্যক্তি ও শিশুদের নিয়ে পথ চলতে বেশি সমস্যা হচ্ছে।

 

প্রসঙ্গত, বৃষ্টির কারণে খানাখন্দে পানি জমে থাকছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone