আগামী সোম ও মঙ্গলবার (৯ থেকে ১০ অক্টোবর) গাজীপুরে অনুষ্ঠিত হবে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। এ প্রশিক্ষণ কর্মশালায় ১শত ৩০জন সাংবাদিক একযোগে অংশ নেবে।
সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাকে সামনে রেখে এ প্রশিক্ষণ দুদিন ব্যাপী কয়েকটি সেশনে করা হবে। এরই ধারাবাহিকতায় সারাদেশের সাংবাদিকরা রোববার (৮ অক্টোবর) বাস ও ট্রেন যোগে স্ব স্ব অবস্থান থেকে গাজীপুরের উদ্দেশ্যে স্ব স্ব জেলা ও উপজেলা ত্যাগ করেছেন।
সবকিছু ঠিকঠাক থাকলে রোববার (৮ অক্টোবর) রাতে তারা গাজীপুরে পৌঁছাবে।
দৈনিক দেশবাংলা’র উদ্যোগে ও বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সার্বিক ব্যবস্থাপনায় দু’দিন ব্যাপী কয়েকটি সেশনে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। দেশের ৬৪টি জেলাসহ ৪০টি উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন জাতীয়/আঞ্চলিক দৈনিক পত্রিকা, নিবন্ধিত অনলাইন ও বেসরকারি টিভি চ্যানেলের মোট ১৩০ জন সংবাদকর্মি এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার অংশগ্রহণ উপলক্ষে সকালে গাজীপুর ভাওয়াল গড়ের হোতাপাড়া শ্যামলী রিসোর্টে এর আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, সাংবাদিকতার আচরণ বিধি অনুসরণ, পেশাগত সততা, নিষ্ঠা, নীতি নৈতিকতা প্রতিপালনের অঙ্গিকারে ১৩০ জন সাংবাদিকের একযোগে শপথ বাক্য পাঠের নজিরবিহীন দৃষ্টান্তের মধ্য দিয়ে প্রশিক্ষণের ইতি টানা হবে।
আয়োজনে দৈনিক দেশবাংলা ভারপ্রাপ্ত সম্পাদক সাঈদুর রহমান রিমন, সম্মেলন ও প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটি আহবায়ক সোহাগ আরেফিন।
লালমনিরহাট থেকে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করবেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক ও দৈনিক দেশবাংলা লালমনিরহাট জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা রাশেদ ও আদিতমারী উপজেলা প্রতিনিধি মোঃ রয়িসুল ইসলাম প্রমুখ।