বাংলাদেশ শিশু একাডেমির মঞ্চ মাতালেন লালমনিরহাটের বর্ণমালা থিয়েটার।
মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি মঞ্চে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে "শিশু নাট্যোৎসব-২০২৩" এর প্রথম দিনে লালমনিরহাটের বর্ণমালা থিয়েটার এর ১২তম প্রযোজনা- নাটক "অবাক জলপান" মঞ্চস্থ হয়েছে।
সুকুমার রায়-এঁর রচনায় মোঃ মতিয়ার রহমান-এঁর নির্দেশনায় লালমনিরহাটের বর্ণমালা থিয়েটারের পরিবেশনায় এ শিশুতোষ নাটক "অবাক জলপান" মঞ্চস্থ হয়।
উক্ত নাট্যোৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজির লিটন। এ সময় প্রোগ্রাম অফিসার লায়লা আরজুমান বানু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, প্রশাসনিক অফিসার নাসরিন আক্তার, লাইব্রেরিয়ান রেজিনা আক্তারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির নাট্যকলা বিভাগের প্রশিক্ষক মনিরুজ্জামান রিপন ও কনক।
এ নাটকে অভিনয়ে ছিলেন মিনহাজুল ইসলাম, গদাধর চন্দ্র সরকার, সৌরভ চন্দ্র রায়, মোঃ লামিয়া আরাফাত লিমন, মোঃ আলিফ, মোঃ হাসিবুল হাসান হিয়ান, শ্রী লিটন চন্দ্র রায়, মোঃ ইসমাইল হোসেন।
পরে নাটক শেষে নাট্যকার ও নির্দেশকসহ সকল অভিনয় শিল্পীদের হাতে পুরস্কার তুলেদেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজির লিটন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.