লালমনিরহাটে “কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক; শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” স্লোগান নিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট জেলার স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/ অধ্যক্ষ-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, ব্যবস্থাপনা কমিটির সদস্য, ছাত্র-ছাত্রী, অভিভাবক প্রমুখ। এ সময় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রাইমারি, হাইস্কুল, সরকারি হাইস্কুল, কারিগরি কলেজ, মাদ্রাসা, বেসরকারি কলেজ, সরকারি কলেজ পর্যায়ে এ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন হয়েছে।
সকাল ৯টায় লালমনিরহাটের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিশ্ব শিক্ষক দিবসের একটি বর্ণাঢ্য র্যালি স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সামনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এসে শেষ হয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।