লালমনিরহাটে “প্রবীণদের স্বস্তিময় জীবন-আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে লালমনিরহাট জেলা প্রশাসন, লালমনিরহাট পৌরসভা, লালমনিরহাট জেলা সমাজসেবা, লালমনিরহাটের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের সহযোগিতায় এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ ইউনুস হোসেন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সমাজসেবা উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মণ, লালমনিরহাট সদর হাসপাতাল সমাজ সেবা অফিসার এরশাদ আলী, লালমনিরহাট জেলা সমাজসেবা অফিসার (রেজিঃ) সুকান্ত সরকার প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সমাজসেবা অধিদফতরাধীন নিবন্ধীত সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের মাঝে এককালীন অনুদানের চেক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়।