লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ২নং কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম আনন্দ বাজারস্থল এলাকায় গাছের ডালে বানর দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে। হঠাৎ গাছের ডালে বানরের দৌঁড়াদৌঁড়ি দেখে চলতি পথের মানুষের নজর পড়ে।
কখনও এ গাছের ডাল ধরে অন্য গাছে লাফিয়ে উঠে। কখনও বা গাছের ডালে বসে লোকজনের মুগ্ধতা উপভোগ করে এ বানরটি। তবে এ বানর নিয়ে স্থানীয়দের মধ্য থেকে কলা, বিস্কুট ও ভাত দিতে দেখা গেছে। গত কয়েক দিন ধরে বনগ্রাম আনন্দ বাজার এলাকায় এ দৃশ্য দেখা যায়।
গত এক সপ্তাহ থেকে লোকালয়ের বিভিন্ন গাছের ডালে খাবারের জন্য বানরটি ঘুরে বেড়াচ্ছে। অনেকে ক্ষুধার্ত বানরটিকে খাবারও দিচ্ছেন।
এলাকাবাসীর ধারণা বানটি কোন বানর শিকারী বাড়িতে এ বানরটি ছিল। সেখান থেকে পালিয়ে খাবারের সন্ধানে লোকালয়ে আসতে পারে।
মোঃ আউয়াল হোসেন বলেন, আমিও অন্যান্যদের মুখে শুনে বানরটিকে দেখতে এসেছি। বানরটি স্থানীয়দের দেয়া কলা, বিস্কুট ও ভাত খাচ্ছে। সেই সাথে বানরটি গাছের ডালে বসে লোকজনের মুগ্ধতাও দিচ্ছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.