আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: গত ২৪ঘন্টায় লালমনিরহাট জেলায় ঘাতক করোনায় ১৫জন অাক্রান্তের খবর নিশ্চিত করেছে লালমনিরহাট সি এস অফিস।
আজ রবিবার ৫ জুলাই রাত ৮টায় লালমনিরহাট সি এস অফিস সূত্রে জানা যায়, লালমনিরহাট সদরের সাহেব পাড়ায় ১জন, কালীগঞ্জের কাশিরাম তুষভান্ডার এলাকার ২জন ও পাটগ্রাম পৌরসভার নিউ পূর্বপাড়া, জগতবেড় এবং সোনালী ব্যাংক লিমিটেড পাটগ্রাম শাখার ১জন ব্যাংকারসহ ১২জন করোনায় অাক্রান্ত হয়েছে। অাক্রান্তদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করা হলে তাদের দেহে করোনা সনাক্ত হয়। তবে পাটগ্রাম উপজেলায় এ যাবত ৬৮জন করোনায় অাক্রান্ত এবং মারা গেছে ১জন। লালমনিরহাট জেলায় মোট ১শত ৭১জন করোনা রোগী এর মধ্যে ৭৩জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় সারা জেলা মিলে এ যাবত ২জন মারা গেছে।
লালমনিরহাট সি এস অফিস আরও জানায়, আজ রবিবার অাক্রান্তের মধ্যে মহিলা ৫জন ও পুরুষ ১০জন করোনায় অাক্রান্ত হয়েছে।
আজ রবিবার রাত ৮টা ১৯মিনিটে লালমনিরহাট জেলা প্রশাসক অাবু জাফর এর সাথে মোবাইলে যোগাযোগ করে পাটগ্রাম উপজেলায় করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি নিয়ে পাটগ্রাম উপজেলা লকডাউন করা হবে কি না, জানতে চাইলে তিনি জানান, অামরা স্বাস্থ্যবিধি লক্ষ্য করে দেখবো যদি লকডাউনে যাওয়া লাগে তা করবো।
তবে জেলার হাট-বাজার ও রাস্তা পথে সঠিক ভাবে স্বাস্থ্যবিধি না মানায় লালমনিরহাটে হু হু করে করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে বলে সচেতন মহলের দাবী।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.