লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি ইউনুস আলী (৪৮) নিহত হয়েছেন।
আমৃত্যু ইউনুস আলী লালমনিরহাট রিপোটার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে লালমনিরহাটের রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গণে এসেছিলেন।
পরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস নিজ বাড়ি ফেরার সময় আনুমানিক রাত ৯টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যুর হয়। দেহ বিকৃত হয়ে যায়। ঢাকা মেট্টো-ট ২০-০১২০ ঘটনাস্থলে আছে। চালক ও সহকারি পালিয়ে গেছেন।
খবর পেয়ে লালমনিরহাটের সর্বস্তরের সাংবাদিকরা বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে সব রকম যান চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেন।
পরে আদিতমারী থানা পুলিশ ও ফায়ার ব্রিগেটের সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে আদিতমারী থানায় নিয়ে যায়।
নিহত ইউনুস আলীর স্ত্রী, ২পুত্র সন্তান রয়েছে।
এর পরে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি, আর সারওয়ার, আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক সরেজমিনে এসে নিহত সাংবাদিকের পরিবারের খোঁজ খবর নেন এবং আর্থিক সাহায্য করার কথা বলেন। সেই সাথে ওই ঘাতক ট্রাক চালককে আটকের আশ্বাস প্রদান করলে সড়ক অবরোধ প্রত্যাহার হয়।
সাংবাদিক ইউনুস আলীর অকাল মৃত্যুতে লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিক, উত্তরবঙ্গ প্রেসক্লাবের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.