শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে বিলুপ্তির পথে শিল্পী বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা চলে গেলেন লালমনিরহাটের লোকসংগীত শিল্পী গোপাল দোয়ারী! ভারত-বাংলাদেশের চিকেন নেক ফেনিকে টার্গেটে ব্যর্থ হয়ে পাহাড়িদের মদত দিচ্ছে! লালমনিরহাটের সাবেক মেম্বার জয়নাল আবেদীন-এঁর ইন্তেকাল হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ! আদিতমারীতে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাটে রেলওয়ে শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাটে ভুল কীটনাশক প্রয়োগে পুড়ে গেছে কৃষকের ধানক্ষেত! অধ্যক্ষ আবশ্যক এস বি এফ নার্সিং ইনিসটিটিউট, লালমনিরহাট
এই সরকার অর্থনীতিকে ধ্বংস করছেন-গোলাম মোহাম্মদ কাদের এমপি

এই সরকার অর্থনীতিকে ধ্বংস করছেন-গোলাম মোহাম্মদ কাদের এমপি

জনগণের পক্ষে কথা বলার মানে বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলা। এ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছেন। এই সরকার অর্থনীতিকে ধ্বংস করছেন। এ সরকার একদলীয় শাসন করছেন। এ সরকার শিক্ষা ব্যবস্থাকে বাজে একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন। বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।

 

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় লালমনিরহাটের রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গণে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

 

ডিজিটাল সিকিউরিটি আইনের বরাত দিয়ে গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, সাংবাদিক, সচেতন নাগরিক, সুশীল সমাজ রাজনৈতিক নেতৃবৃন্দ, আন্তর্জাতিক বিষয়কেও কথা বলতে দিচ্ছে না সরকার। এতে বাক-স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা হচ্ছে।

 

গোলাম মোহাম্মদ কাদের এমপি আরও বলেন, দেশের মালিক জনগণ, কিন্তু সরকার তাদের সমালোচনা করার সুযোগ দিচ্ছেন না। সরকার রাষ্ট্রকে নিজের মতো করে ব্যবহার করছে। যেখানে জনগণের কোন কথা শুনছে না। যেখানে সরকারের ইচ্ছে মতো দেশকে ব্যবহার করছে সেখানে বলা যায় এটি একটি গণতন্ত্রহীন সরকার ব্যবস্থা।

 

জাতীয় পার্টি লালমনিরহাট জেলার আহ্বায়ক শেরীফা কাদের এমপি-এঁর সভাপতিত্বে জাতীয় পার্টি লালমনিরহাট জেলার সদস্য সচিব মোঃ জাহিদ হাসান-এঁর সঞ্চালনায় সম্মেলনে এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এমপি, এ.টি.ইউ তাজ রহমান এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ এমপি, এডভোকেট নুরুল ইসলাম তালুকদার এমপি, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি। এ সময় জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রতন, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব আলী, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলমগীর চৌধুরী, লালমনিরহাট রেলওয়ে শ্রমিক পার্টির সদস্য সচিব আনছার আলীসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সভাপতি শেরীফা কাদের এমপি ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান লিমন এর নাম ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

 

প্রসঙ্গত, দীর্ঘ ১০বছর পর জাতীয় পার্টি লালমনিরহাট জেলার এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone