লালমনিরহাটের রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে ও দলীয় নেতা কর্মীদের ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় লালমনিরহাটের রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।
জাতীয় পার্টি লালমনিরহাট জেলার আহ্বায়ক শেরীফা কাদের এমপি-এঁর সভাপতিত্বে জাতীয় পার্টি লালমনিরহাট জেলার সদস্য সচিব মোঃ জাহিদ হাসান-এঁর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এমপি, এ.টি.ইউ তাজ রহমান এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ এমপি, এডভোকেট নুরুল ইসলাম তালুকদার এমপি, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি। এ সময় জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রতন, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব আলী, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলমগীর চৌধুরী, লালমনিরহাট রেলওয়ে শ্রমিক পার্টির সদস্য সচিব আনছার আলীসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন। লালমনিরহাট জেলা কমিটি সভাপতি করা হয়েছে শেরীফা কাদের এমপি ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান লিমন এর নাম ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, দীর্ঘ ১০বছর পর জাতীয় পার্টি লালমনিরহাট জেলার এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।