লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত লালমনিরহাটের কালেক্টরেট মাঠে লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবীতে সাধারণ ব্যবসায়ীরা লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।
লালমনিরহাট শহরের সাধারণ ব্যবসায়ীগণের স্বাক্ষর দিয়ে বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি দেন ব্যবসায়ীরা।
এ সময় ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন রওজা'র স্বত্বাধিকারী সজল শেখ, ওমান সুজের স্বত্বাধিকারী সজীব হোসেন কয়েন, মোবাইল জোনের স্বত্বাধিকারী জয়, কাজী ফ্যাশন হাটের স্বত্বাধিকারী শাহীন কাজী, লামিয়া ফ্যাশনের স্বত্বাধিকারী রিয়াজুর, জারা সুজের স্বত্বাধিকারী জামাল, ব্লাক হাউজের স্বত্বাধিকারী আরিফ খান প্রমুখ।
স্মারকলিপি সূত্রে জানা যায়, জেলার প্রাণকেন্দ্র 'কালেক্টরেট মাঠে' গত ৮ মাস আগে মাস ব্যাপি একটি শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে, যদিও সেই মেলায় শিল্প ও বাণিজ্য বলে কিছু ছিল না, শুধু বাহিরের জেলা থেকে আগত কিছু ব্যবসায়ী তৈরি জিনিসপত্রের দোকান, লাকী কূপণ, সাকার্স, অশ্লীল পুতুল নাচের আয়োজন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যায়, প্রতি বছর মেলা শেষে এই ছোট্ট শহরে ব্যাপক ভাবে ছিনতাই, চুরির ঘটনা ঘটে, এই মেলা মাঠের সাথেই একটি মাকার্স মসজিদ, আবাসিক হাফিজিয়া মাদ্রাসা, কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট আইন মহাবিদ্যালয়, চার্চ অব গড উচ্চ বিদ্যালয়, রেলওয়ে চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়, মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ ও একটি ছাত্রী নিবাস রয়েছে, মাস ব্যাপি এই মেলা অনুষ্ঠিত হলে সকল প্রতিষ্ঠানের পাঠ্দান বিঘ্ন ঘটবে।
এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ব্যবসায়ীরা সাংবাদিকদের বলেন, অসাধু মানুষের যোগসাজসে স্থানীয় চেম্বার অব কমার্স আবার একই স্থানে মাস ব্যাপি লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩ আয়োজন করতে যাচ্ছে। মাস ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হলে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হবে, তাই আমরা স্থানীয় ব্যবসায়ীগণ এই মাস ব্যাপি লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের জোর দাবী জানাচ্ছি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.