লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম (৪৫) জীবনের নিরাপত্তা চেয়ে লালমনিরহাট পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ লিখিত অভিযোগ দাখিল করা হয়।
প্রাপ্ত লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা- মৃত. আব্দুল জব্বার, সাং- কর্নপুর, ডাকঘর- মোগলহাট, থানা ও জেলাঃ লালমনিরহাট। আমি এই মর্মে অভিযোগ করিতেছি যে, মোঃ জাহিদুল ইসলাম (৪০), পিতা- মৃতঃ নওশাদ আলী, সাং- কর্নপুর, ডাকঘরঃ মোগলহাট, থানা ও জেলাঃ লালমনিরহাট। সে দীর্ঘদিন থেকে লালমনিরহাট থানার ও লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবির নামে মাদক ব্যবসায়ী ও কালোবাজারী এবং মোহলহাটের দুটি জুয়ার বোর্ড থেকে হাজার হাজার টাকা চাঁদা আদায় করছে এবং দুড়াকুঠি হাটে ভারতীয় গরুর জন্য হাট কমিটির নিকট থেকে প্রতি শনিবার ও মঙ্গলবার, লালমনিরহাট থানা সদর থানার ওসি ও ডিভি অসির বরাত দিয়ে দুরাকুটি হাটের দিন করে চাঁদা আদায় করে। এই অবৈধ টাকার গরমে ২টা বউ থাকার পরেও, একাধীক নিরীহ পরিবারের সংসার ভাঙ্গেছে। পুলিশ ও ডিভির নাম ভাঙ্গার কারণে কেউ প্রতিবাদ করায় সাহস পায় না। তার প্রথম স্ত্রী ২ ছেলে ও ৪ মেয়ে সবাই সাবালক এবং কামার পাড়ার দ্বিতীয় স্ত্রী মাঝে মধ্যে জাহিদুলের বাড়িতে আসা যাওয়া করে। জাহিদুলের এক শতক আবাদী জমি নাই কোনও বৈধ ব্যবসা নাই । অপকর্মেই তার মূল পেশা। জাহিদুলের প্রতিদেনর খরচ (১২০০ থেকে ১৫০০) টাকা এই টাকার উৎস কোথায়? জাহিদুলের অধিনেই চলছে মোগলহাটের জুয়ার বোর্ড ও মাদক ব্যবসা জাহিদুলের নিয়ন্ত্রণে ভারত থেকে আসা মদ, গাজা ফেনসিডিল, ইয়াবা, ট্যাপানডল ও তাপাল নামক মাদক দ্রব্য মোগলহাট হয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যায় । এই জাহিদুল আমার ২৫ বৎসরের সংসার ভেঙ্গে আমার স্ত্রীকে কবজায় নিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এবং আমাকে হত্যা করবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে সেই কারণে আমি ও আমার দুই ছেলেকে নিয়ে চরম নিরাপত্তা হীনতায় আছি। এই দুঃষ্কৃতীকারী জাহিদুল যেকোন মূহুর্তে আমার ও আমার ছেলে বড় ধরনের ক্ষতি করিতে পারে। আমার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকার গন্য-মান্য, ছোট- বড় ও মোগলহাট ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশ সংবাদিকসহ সকলেই অবগত। আমি অনেকের দারস্থ হয়ে কথা বলার কারণে অভিযোগ করতে কিছুটা সময় বিলম্ব হইলো।
উপরোক্ত বিষয়ের আলোকে সরেজমিনে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণে জনাবের সদয় মর্জি হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.