:: জাকি ফারুকী ::
একদিন বলতে চাইলেও হয়তো আর
আমাকে খুজে পাবে না।
কোথায় যাবে কতদুরে
তোমাকে খুঁজে ফিরবো, বাগানে
সেখানে নেই।
তবে রেল স্টেশনে-
সেখানে নেই।
তবে তিস্তার বালুচড়ে-
সেখানে নেই।
তবে কোথায়
ওহ্ কোথায় তবে তুমি।
কাগজ কুড়ানো সব পাগলীদের
চুল দুহাতে সরিয়ে দেখবো
তোমাকে খুঁজে পাই যদি।
অনেক দুর চলে যাবে কোথায়?
তোমার ডানায় শক্তি নেই
বোধগম্য কোন কারন ছাড়াই
তুমি উড্ডয়ন রহিত কোন
দুর্বল ঈগল ছানা
তবু তুমি যেতে পারো উড়ে
আকাশের প্রান্তরে
হতে পারে, তখন আকাশের তারা
ভুলে যাবে
তোমাকে আমাকে ঘিরে
খুব ভালোবেসেছিলো যারা,
বেঁচে থাকার অনন্ত প্রেমের দিন ঘিরে,
এই শহরে।
৬/৮/২২