সরকারের বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার বিভিন্ন চরাঞ্চলের কোমলমতি শিশু-কিশোররা।
চর এলাকার অভিভাবকদের অসচেতনতা, প্রয়োজনীয় শিক্ষাঙ্গনের অভাব, দরিদ্রতার নির্মম কষাঘাত এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে ভেঙে যাচ্ছে সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যবস্থা।
বিভিন্ন চরাঞ্চলে দেখা গেছে, চরে বসবাসরত প্রাথমিক শিক্ষা গ্রহণ উপযোগী হাজার হাজার শিশু- কিশোর স্কুলমুখী না হয়ে বাবা-মায়ের সঙ্গে সংসারে কঠোর পরিশ্রম করে দিন কাটাচ্ছে। যে সময় শিশুর বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সে সময় তারা বাবা-মায়ের সঙ্গে ফসলের খেতে কাজ করছে। এতে করে একদিকে কোমলমতি শিশুরা ৰঞ্চিত হচ্ছে শিক্ষার আলো থেকে অন্যদিকে ব্যাহত হচ্ছে সরকারের বাধ্যতামূলক প্রাথমিক কর্মসূচি।
আরও জানা যায়, চর এলাকার মানুষের আয়ের উৎস কম। সেখাপড়ার পেছনে অনেক টাকার প্রয়োজন। সেই সঙ্গে লেখাপড়া শিখে বেকার জীবন। এবং উপরে মাধ্যমে গ্রহণের কারণে তারা আগে থেকেই অন্যান্য পেশার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে।