লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার বিভিন্ন পাড়া/মহল্লা, গ্রাম অঞ্চলে যৌতুকের টাকার কারণে হাজার হাজার বিবাহ যোগ্য মেরে মানবেতর জীবন যাপন করছে।
লালমনিরহাটের বিভিন্ন পাড়া/মহল্লা, গ্রামের গরীব পিতার ঘরে যে সব বিবাহ যোগ্য মেয়ে রয়েছে তাদের যৌতুকের টাকা দেওয়ার সামর্থ না থাকার কারণে বিবাহ দিতে পারছে না। তাই তারা পিতার কাছে এবং সমাজের কাছে বোঝা হয়ে দাড়িয়েছে।
অনেক সময় দেখা যায় যে, গরীব পিতার কোন সুন্দরী মেয়েকে এলাকার প্রভাবশালী মাতব্বর ও ধনী ব্যক্তিরা টাকার খপ্পরে পরে ২/৩ স্ত্রী থাকা সত্ত্বেও তার কাছে বিয়ে দিচ্ছে। তারা সুযোগ বুঝে গরীব পিতার সরলতার সুযোগ নিয়ে টাউট কাজীর সঙ্গে যোগসাজস করে শুধু ফরমের ৪০/৫০ হাজার টাকার কাবিন নামা দেখিয়ে বিয়ে করছে। পরবর্তীতে কিছু টাকা দিয়ে ঐ ফরম উদ্ধার করে দেওয়া হচ্ছে এবং বেশ কিছু দিন পর তালাক দিচ্ছে। পরবর্তীতে ওই সব পিতারা কাবিন নামা খুজে পাচ্ছে না এবং আইন গত কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। ফলে আবার ওই মেয়েকে তালাক প্রাপ্ত হয়ে পিতার বাড়ি ফিরে আসতে বাধ্য হচ্ছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, বিভিন্ন পাড়া/মহল্লা, গ্রাম অঞ্চলের হাজার হাজার যুবতী হয়েও সময় মতো বিয়ে হয় না। কারণ শুধু একটাই যৌতুকের টাকা। আর এই যৌতুকের ফলে অনেক মেয়েরা বিয়ের পর লাঞ্চিত, নির্যাতিত এমন কি খুন হতে হচ্ছে। যৌতুকের টাকার কারণেই পাড়া/মহল্লা, গ্রাম অঞ্চলের সংসারে জন্ম এবং পরবর্তীতে তালাক কথা প্রচলিত হয়ে আসছে এবং পাড়া/মহল্লা, গ্রাম অঞ্চলের অভিভাবকরা অশিক্ষিত হওয়ায় আইনগত দিক থেকে তেমন উপকারে আসতে পারছে না।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.