লালমনিরহাট জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযানে ৩৩হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (২১ আগস্ট) জেলা প্রশাসন লালমনিরহাট এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর উদ্যোগে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
উক্ত ভ্রাম্যমান আদালতে- মেসার্স আমিন ফুড এন্ড কনফেকশনারী, খোঁচাবাড়ী, সদর, লালমনিরহাট। উক্ত প্রতিষ্ঠানের ব্রেড, বিস্কুট, পণ্যসমুহের অনুকূলে সিএম লাইসেন্স না থাকায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১০,০০০/= (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এদিকে মেসার্স বৈশাখী সুইটস এন্ড কনফেকশনারী, মিশন মোড়, সদর, লালমনিরহাট, মেসার্স সাগাই বাড়ী রেস্টুরেন্ট এন্ড সুইটস, মিশন মোড়, সদর, লালমনিরহাট। উক্ত প্রতিষ্ঠানদ্বয়ের ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় এবং মোড়কে প্রয়োজনীয় তথ্যাদি না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪(১)/৪১ ধারায় উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে ১০,০০০/=(দশ হাজার) টাকা করে মোট ২০,০০০/= (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অপরদিকে মেসার্স রাশেদ অয়েল মিল, গোশালা বাজার, সদর, লালমনিরহাট অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল পণ্য উৎপাদন করার অপরাধে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯' এর ৫৩ ধারা অনুযায়ী ৩,০০০/= (তিন হাজার) জরিমানাসহ সর্বমোট ৩৩০০০/- হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স লাভলী অয়েল মিল, গোশালা বাজার, সদর, লালমনিরহাট ও মেসার্স সৌরভ অয়েল মিল, গোশালা বাজার, সদর, লালমনিরহাট উপরোক্ত দুটি প্রতিষ্ঠানকে সরিষার তেল পণ্যের অনুকূলে ৭ (সাত) কর্ম দিবসের মধ্যে সিএম লাইসেন্স নবায়নের পরামর্শ দেওয়া হয়।
এছাড়াও মেসার্স দৃষ্টি মসলা মিল, গোশালা বাজার, সদর, লালমনিরহাট ও মেসার্স দেওয়ান মিলস, গোশালা বাজার, সদর, লালমনিরহাট উপরোক্ত দুইটি প্রতিষ্ঠানকে হলুদ ও মরিচের গুড়া পণ্যসমূহের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ।
বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর প্রধান উপ-পরিচালক (মেট্টোলজি) মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.