জুয়েল রূহানী:
দুর্নীতি আজ ছেঁয়ে গেছে
বিশ্ব পরিবেশে,
রাতারাতি পুকুর চুরি-
যাচ্ছে না কেউ ফেঁসে!
আমজনতার পেটে লাথি-
খাচ্ছে কুরে কুরে
দুর্নীতিবাজ মসনদে রয়-
সভ্য বেড়ায় ঘুরে!
পড়বে ধরা দুর্নীতিবাজ-
আমজনতার ভীড়ে,
মরবে সকল দুর্নীতিবাজ-
বিষাক্ততার তীরে।
জাগছে সমাজ, ভাগবে যে আজ-
দুর্নীতিবাজ যারা,
আমজনতার তাড়া খেয়ে-
হবে দিশে হারা।
কঠোর হাতে থামাই যদি
এখনই দুর্নীতি,
সচেতনতার মন্ত্রে তবে-
আসবে ঘরে সু-নীতি।
তারিখঃ ০১/০৬/২০২০ইং, বুধবার।