লালমনিরহাটে "শেখ হাসিনার দুই নয়ন, ছিটমহল বাসীর উন্নয়ন" স্লোগান নিয়ে ছিটমহল বিনিময়ের ৮মতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টা ১মিনিটে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের ছালেহা সরকার বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাঁশপচাই ভিতরকুটি সাবেক ছিটমহলবাসীর আয়োজনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী কবি ও সাহিত্যিক ও ছালেহা সরকার বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফেরদৌসী বেগম বিউটি-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্। উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, কুলাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত মৎস্য চাষি ও বাঁশপচাই ভিতরকুটি সাবেক ছিটমহল বিনিময় কমিটির সভাপতি মোঃ হারুন-অর-রশিদ। এ সময় বাঁশপচাই ভিতরকুটি সাবেক ছিটমহল বিনিময় কমিটির সদস্যবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে ছিটমহল বিনিময়ের ৮বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেককাটা, মোমবাতি প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.