লালমনিরহাটে “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” স্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে মূল্যায়ন, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ জুলাই) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ মূল্যায়ন, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুকুল ইসলাম-এঁর সভাপতিত্বে লালমনিরহাট মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মোঃ আলতাফ হোসেন চৌধুরী-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, সাবেক সংসদ সদস্য ও লালমনিরহাট জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাড. সফুরা বেগম রুমী, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক। বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া, সফল মুক্তাচাষী রুহুল আমিন লিটন, সুমন মৎস্য নার্সারী ও খামারের প্রোঃ মোঃ আকতারুল ইসলাম সুমন, জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত মৎস্য চাষি হারুন অর রশীদ, লেখক ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাঃ আফরোজা খাতুন প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষিসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এ সফল মৎস্য চাষী/ প্রতিষ্ঠান পুরস্কার প্রাপ্তরা হলো- সুমন মৎস্য নার্সারী ও খামারের প্রোঃ মোঃ আকতারুল ইসলাম সুমন, নর্থ বেঙ্গল মৎস্য প্রকল্পের প্রোঃ মোঃ রোকনুজ্জামান, বিসমিল্লাহ মৎস্য হাচারি প্রতিষ্ঠানের প্রোঃ মোঃ আফজাল হোসেন, আল্লাহর দান মৎস্য হ্যাচারির প্রোঃ মোঃ ময়নুল হককে ক্রেস্ট প্রদান করা হয়।