লালমনিরহাটের সার্বিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১২দফা দাবির বাস্তবায়নের জন্য পোস্টার লাগানোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট উন্নয়নের দাবি সমূহ নিয়ে সকলের অংশগ্রহণের মাধ্যমে আওয়াজ তোলার লক্ষ্যে সামাজিক সংগঠন “অতিক্রম” এর প্রচার প্রচারণার অংশ হিসেবে বুধবার (২৬ জুলাই) দুপুর ২টায় লালমনিরহাট জেলা শহরের থানা রোডে এই পোস্টারের শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অতিক্রম এর আহবায়ক হেলাল হোসেন কবির, যুগ্ম আহবায়ক মুহিন রায়, মাসুদ রানা রাশেদ, সদস্য রবিউল ইসলাম আউয়াল, নুরুজ্জামান বকুল প্রমুখ।
লালমনিরহাট উন্নয়নের দাবি বাস্তবায়ন হলে অত্র অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি হবে এই স্লোগানে অতিক্রম এর আহবায়ক কবি ও সাংবাদিক
হেলাল হোসেন কবির এর পোস্টারের মাধ্যমে শুরু হয় প্রচার-প্রচারনা।
১২দফা দাবিগুলো হলো ১. প্রস্তাবিত স্থান মহেন্দ্রনগরে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করতে হবে; ২. পরিবেশবান্ধব তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই; মোগলহাট শুল্ক স্থলবন্দর স্থাপনের ঘোষণার বাস্তবায়ন করতে হবে; ৪. লালমনিরহাট থেকে অভ্যন্তরীণ বিমান যাতায়াত চালু করতে হবে; ৫. রংপুর-লালমনিরহাট-বুড়িমারী ৪ লেন সড়ক করতে হবে। ৬. তিস্তা নদীর উপর ডুয়েল গেজ নতুন রেলসেতু তৈরি করতে হবে; ৭. লালমনিরহাটে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট চাই; ৮. বুড়িমারী-ঢাকা তিনবিঘা করিডোর এক্সপ্রেস চালু করতে হবে; ৯. যুব প্রশিক্ষণ কেন্দ্র ও টিটিসির শিক্ষার্থীদের সরকারিভাবে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে; ১০. লালমনিরহাট শহরে আইসিটি পার্ক দ্রুত বাস্তবায়ন চাই; ১১. ধরলা নদীর দুই ধারে স্থায়ী নদী শাসন করতে হবে; ১২. লালমনিরহাটে কৃষকদের জন্য সরকারি বাজার চালু করতে হবে।
আসুন, লালমনিরহাট উন্নয়নে দলমত নির্বিশেষে দাবিগুলোর সাথে একাত্মতা প্রকাশ করি ও আওয়াজ তুলি।