লালমনিরহাটে “সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়” স্লোগান নিয়ে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৭ জুলাই) সকাল ১০টা ৩০মিনিটে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার কার্যালয় চত্ত্বরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি হিমাংশু সরকার-এঁর সভাপতিত্বে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র কর্মকার, দীপক চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি আমজাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দ লালমনিরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাহির করে একই স্থানে এসে তা শেষ হয়।
উক্ত শোভাযাত্রাটিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি হিমাংশু সরকার, সহ-সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র কর্মকারসহ বিভিন্ন জুয়েলারি ব্যবসায়ী ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।