পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সারাদেশে সকল শিক্ষা-প্রতিষ্ঠান ছুটি ঘোষণা শেষে বৃহস্পতিবার (৬ জুলাই) থেকে মাধ্যমিক উচ্চ বিদ্যালয় খোলা থাকার ঘোষণা থাকলেও (মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় ছাড়া) নিয়ম অনুসরণ করেননি অনেক প্রতিষ্ঠান।
এই দিন সরেজমিনে গিয়ে দুপুর ১২টায় খোলা পাওয়া যায়নি সদ্য এমপিওভুক্ত প্রতিষ্ঠান লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার জোংড়া মোমিনপুর বাঁশকাটা মাধ্যমিক বিদ্যালয়।
স্থানীয় লোকজন জানান, কয়েকজন ছাত্র-ছাত্রী ও একজন শিক্ষক এসেছিল। পরে ছুটি দিয়ে দেয়। প্রতিষ্ঠানটির জাতীয় পতাকাও উত্তোলন অবস্থায় দেখা যায়নি।
এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান রাকিবুল ইসলাম সুইট জানান, ছাত্র-ছাত্রীর অনুপস্থিতি কম হওয়ায় আমরা ছুটি দিয়েছি। এদিকে একই সময়ে বন্ধ পাওয়া যায় আর এক সদ্য এমপিওভুক্ত প্রতিষ্ঠান উপজেলার ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়।
দুপুর ১টার দিকে সরেজমিনে গিয়ে এই চিত্র পাওয়া যায়। এই প্রতিষ্ঠানেও জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখতে পাওয়া যায়নি।
পরে প্রতিষ্ঠান প্রধান আনিসুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও জানান যে, ছাত্র-ছাত্রীর উপস্থিতি কম হওয়ায় আমরা প্রতিষ্ঠান ছুটি দিয়েছি। তবে জাতীয় পতাকা থাকার কথা বলে তিনি জানান। এছাড়া আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণ হিসেবে সংরক্ষিত ছুটি রয়েছে বলে তথ্য পাওয়া যায়। তবে উক্ত প্রতিষ্ঠান দু'টি সংরক্ষিত ছুটির আওতায় ছিলো না বলে প্রতিষ্ঠান প্রধানের মন্তব্য থেকেই নিশ্চিত হওয়া যায়।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.