লালমনিরহাটে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, লালমনিরহাট এর সাইনবোর্ডে ভুল বানানের ছড়াছড়ি লক্ষ করা গেছে।
এগুলো দেখে শিশু-কিশোরেরা ভুল বানান শিখছে বলে জানিয়েছেন অনেকেই। অনেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।
এসব সাইনবোর্ড দেখে শিশুরা ভুল বানান শিখছে। সাইনবোর্ডের বানানের প্রতি যত্নশীল হলে ভবিষ্যতে সুফল পাওয়া যাবে বলে মনে করেন সচেতন মহল।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, লালমনিরহাট এর সাইনবোর্ডে ভুল বানান দেখা গেছে। উক্ত সাইনবোর্ডে “কোদালখাতা” এর পরে কমা চিহ্ন ব্যবহার করা হয়নি। এ ছাড়া “মোগলহাট” এর স্থলে “মোঘলহাট” এলাকার নাম ভুল বানানে লেখা হয়েছে।
এমন সাইনবোর্ডটি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা এলাকায় “সাকোয়া খাল” এর সামনে ঝোলানো আছে।
এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) লালমনিরহাট এর নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার এর মুঠোফোনে জানতে চাইলে তিনি এর কোন সদুত্তর দিতে পারেননি।