লালমনিরহাটে "জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করবো আমরা" স্লোগান নিয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে নিরবচ্ছিন্নভাবে লবণ সরবরাহ নিশ্চিত করার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে লালমনিরহাট বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ-এঁর সভাপতিত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন, পুলিশ সুপারের প্রতিনিধি, এনডিসি ফরিদ-আল-সোহান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক রাজিউর রহমান, জেলা বিপণন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ, চেম্বারের প্রতিনিধি আলহাজ্ব সেকেন্দার আলী, মেয়রের এর প্রতিনিধি, লবণ ব্যবসায়ী সমিতির সভাপতি ও লবণ ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি, বিসিক লালমনিরহাট জেলা কার্যালয় উপ-ব্যবস্থাপক মোঃ এহেছানুল হক, শিল্পনগরী কর্মকর্তা মোঃ আবু হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী ৫৯হাজার ৭শত ৩৫টি (গরু ও মহিষ), ৯৮হাজার ৩শত ৭৬টি (ছাগল ও ভেড়া), চামড়ায় লবনের চাহিদা ১হাজার ৩শত ৫২মেট্টিক টন। লবণ ব্যবসায়ীর তথ্য অনুযায়ী মজুদ আছে ২হাজার ৭৫মেট্টিক টন। লবণের কোন ঘাটতি নেই।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.