লালমনিরহাটে পাটগ্রাম উপজেলাধীন জগতবেড় ইউনিয়নের ৩নং ওয়ার্ড নিবাসী মোঃ শাহা জামাল আলীর ৪র্থ পুত্র মোঃ ইউসুফ আলী, গত ৫ জুন ২০২৩খ্রি. আনুমানিক রাত ২টা ৩০মিনিটে ভারতীয় ৮৫৭ মেইন পিলার, সাব পিলার ১৩ এর ২০০ গজ অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে নিহত হয়। বিষয়টি ৬১ ব্যাটালিয়নের স্থানীয়ও বিওপি বরাবর আবেদনের ১৩ দিন অতিবাহিত হলেও লাশ ফেরত না পাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জুন) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাটের পাটগ্রাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচ তলায় নিহত ইউসুফ আলী’র পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নিহত ইউসুফ আলীর বাবা শাহা জামাল বলেন, ভারতীয় ৮৫৭ মেইন পিলার, সাব পিলার ১৩ এর অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে নিহত তার চতুর্থ ছেলে ইউসুফ আলীর মরদেহ সীমান্তে পড়ে থাকে। পরে বিএসএফ সেই লাশ নিয়ে যায় বলে জানান। নিহত ইউসুফের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার ছেলেকে চিহ্নিত করে পরিবার। পরবর্তীতে বিজিবি ৬১ ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম কালিরহাট বিওপি বরাবর লাশ ফেরতের দাবিতে লিখিত আবেদন দেন পরিবার। আবেদনের ১৩ দিন অতিবাহিত হলেও লাশ ফেরত না পাওয়ায় পরিবার বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় তারা জানান, ইউসুফ মুলত মানসিক রোগী ছিলেন। গত ২/৩ মাস আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানান তার বাবা শাহা জামাল।