কমল কান্তি বর্মন, কবি:
চৈত্রের দহনে দগ্ধ সময় গুলো,
প্রকৃতির বুকে পোড়া পোড়া গন্ধ।
বসন্ত বাতাসে জীবানুর সংক্রমণ,
পৃথিবীর আস্ত শরীর ভেঙে ভেঙে নিতেজ নিথর,
নুয়ে পড়ে নির্মম মৃত্যু যন্ত্রণায়।
নিঃশ্বাসে প্রশ্বাসে তাঁর মরণের বার্তা।
তবুও স্বপ্ন দেখি তুমি আমি আরো কিছুদিন একমুঠো বাঁচার স্বপ্ন।
উদাম কৃষকের স্বপ্ন চোখ বুলায় সোনা ফলা ফসলের মাঠে।
দরদর ঝরে পরা ঘামে ললাট মোছে শ্রমিক,
ক্লান্ত চোখে তাঁর প্রিয়তমার মুখে একমুঠো ভাত দেবার স্বপ্ন।
লালসার বলি ধর্ষিত অবলার দুচোখে স্বপ্ন সংসার স্বামী ফিরাবার,
ভালোবাসার প্রিয় মুখ স্বপ্ন দেখে নতুন পৃথিবী সাঁজাবার।
প্রতিবাদী যুবকের চোখে স্বপ্ন উস্কে দেয় বিদ্রোহের আগুন,
বাজিয়ে দেয় যুদ্ধের দামামা।
এ অন্যায় অবিচার শাসন শোষণ বঞ্চনা আর স্বার্থবাদী রাসায়নিক পরিবর্তনের মুখোশ পড়া পৃথিবীতে।
তবুও স্বপ্ন জাগে মনে তোমার আমার প্রতিদিন বাঁচার প্রতিশ্রুতি।
কোদালখাতা, লালমনিরহাট।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.